রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪১
অ- অ+

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা ও কালুখালিতে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

বুধবার দুপুরে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে থানার ওসি মোতালেব হোসেন জানান, দুপুর ১২টার দিকে পাংশার গোপাল পুরে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটর সাইকেল আরোহী সমশের আলীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকটি পালিয়ে যায়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সমশের নতুন মোটরসাইকেল যোগে খোকসায় শ্বশুর বাড়ি যাচ্ছিল। নিহত সমশের পাংশার বহালাডাঙ্গা গ্রামের মোতালেব আলীর ছেলে।

অপরদিকে, দুপুর ১টার দিকে কালুখালী রেলক্রসিংয়ে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী মোটরসাইকেল আরোহী হাসান আলী নামে এক যুবককে পেছন থেকে ঢাকাগামী লালন পরিবহন চাপা দেয়।

এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত হাসান আলী কুষ্টিয়া সদর থানা বালিয়া পাড়া গ্রামের ওমর আলীর ছেলে।

বৃষ্টি থাকায় পুলিশ বা স্থানীয়রা ঘাতক ওই লালন পরিবহনকে আটক করতে পারেনি।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা