‘হামলা-মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীকে ভয় দেখানো যাবে না’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:২২

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, হামলা-মামলা করে শহীদ জিয়ার সৈনিকদের ভয় দেখানো যাবে না। প্রতিটি হামলা ও মামলার পর গণতন্ত্রকামী নেতাকর্মীরা আরও বেশি সক্রিয় হয়ে রাজপথে বেরিয়ে আসছে। যে কোন সভা সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি তা প্রমাণ করে।

শুক্রবার বিকালে মির্জাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পৌর বিএনপির আহবায়ক হযরত আলী মিঞার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌর বিএনপির সদস্য সচিব এসএম মহসীন, যুগ্ম আহবায়ক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, ডা. নুরুল ইসলাম, ইবাদত মৃধা, আলম মৃধা, শহীদুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

পরে স্থানীয় নেতাকর্মীদের সমর্থনে মো.বদর উদ্দিনকে সভাপতি ও বাবু অতুল সাহাকে সাধারণ সম্পাদক করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিবার প্রতিদ্বন্দ্বী অর্চনা সরকার সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর গলায় ফুলের মালা পরিয়ে বিএনপিতে যোগদান করেন।

সভা পরিচালনা করেন পৌর বিএনপি নেতা শরীফুল ইসলাম শামীম।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :