নোয়াখালীতে ইয়াবাসহ দুজন আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:১২
অ- অ+

নোয়াখালীতে অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ফেনী জেলার গজারিয়া কান্দি গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল লতিফ (৩৮) ও চট্টগ্রামের ফটিকছড়ির নানপুর কিপতা নগর গ্রামের রঞ্চিত শীলের স্ত্রী পাপড়ি শীল (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নোয়াখালী-কুমিল্লা সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বগাদিয়া এলাকার প্রধান সড়কে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১২শত পিস ইয়াবা জব্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা