অনেক কষ্টে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক জাতি গঠন করেছেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৬

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যে ধর্মীয় দৃষ্টি থেকে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেখান থেকে একটি জাতিকে অসম্প্রদায়িক জাতিতে পরিণত করা অনেক কষ্টসাধ্য ছিল। অনেক চেষ্টা করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করেছেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশ ধর্মীয় সম্পর্ক ও সামাজিকবন্ধনকে সুসংহত রাখতে শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিরল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস সরকারসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, আমাদের রয়েছে সম্প্রীতির বাংলাদেশ। আসেন আমরা ধর্মের সঠিক পথ ব্যাখ্যা করি, হতাশাগ্রস্ত যারা তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে, তাদের দিকে খেয়াল রাখি গুজবে কান না দেই। পৃথিবীর কোন ধর্ম জঙ্গিবাদ উগ্রবাদের কথা বলে না।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :