সিরিয়া নিয়ন্ত্রিত গ্রামে মার্কিন বিমান হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ১৫:৫৪
অ- অ+

সিরিয়ার উত্তর-পূর্বের একটি সরকার নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন বিমান হামলায় একজন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ব্রিটেন-ভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়া নিয়ন্ত্রিত এলাকায় এই ধরনের অভিযান এটিই প্রথম।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, ‘মার্কিন দখলদার বাহিনী কামিশলির দক্ষিণ পল্লীর মুলুক সারায় গ্রামে বেশ কয়েকটি হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালিয়েছে এবং একজনকে হত্যা করেছে।’

মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, তাদের কাছে বর্তমানে দেওয়ার মতো কোনো তথ্য নেই।

ব্রিটেনভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং এএফপি সংবাদদাতারা জানিয়েছে, অভিযানের লক্ষ্যবস্তু গ্রামটি কামিশলি শহরের ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং সিরিয়ার সরকার বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত।

গ্রামের এক বাসিন্দা জানান, মার্কিন সেনাবাহীর তিনটি হেলিকপ্টার রাতেই অবতরণ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে বাসিন্দা এএফপিকে বলেছেন, মার্কিন বাহিনী একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে হত্যা করেছে এবং অনেককে বন্দী করেছে। তারা লাউড স্পিকার ব্যবহার করে বাসিন্দাদেরকে বাড়ির ভিতরে থাকার আহ্বান জানাত।

ওই বাসিন্দার মতে নিহত ব্যক্তির নাম আবু হায়েল। তিনি হাসাকেহ প্রদেশের বাসিন্দা।

জুলাই মাসে পেন্টাগন বলেছিল, তারা দেশের উত্তরাঞ্চলে একটি ড্রোন হামলায় সিরিয়ার শীর্ষ আইএস জিহাদিকে হত্যা করেছে।

সেন্টকম বলেছে, তিনি সামগ্রিকভাবে ইসলামিক স্টেটের ‘শীর্ষ পাঁচ’ নেতার একজন ছিলেন।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা