বোয়ালমারীতে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২২, ১৫:৩৮| আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৬:৩০
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে হান্নান বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হান্নান বিশ্বাস পেশায় একজন দর্জি, তিনি তেলজুড়ী গ্রামের মৃত ইউসুফ বিশ্বাসের ছেলে।

এই ঘটনায় নিপীড়নের শিকার শিশুটির মা বাদী হয়ে থানায় যৌন নিপীড়ন এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলজুড়ী বাজারস্থ গোল্ডেন প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আজ সকালের কোনো এক সময় তেলজুড়ী পুরাতন বাজারে দর্জি হান্নান বিশ্বাসের দোকানে একটি পোশাক সেলাই করতে যায়। এ সময় তাকে পাশে বসিয়ে নানা প্রলোভন দেখিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে নিপীড়ন চালায় অভিযুক্ত ব্যক্তি। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ শিকার করেছে ওই বৃদ্ধ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যৌন নিপীড়নের অভিযোগে হান্নান বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী
সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে ভারতে 
গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে নারীর মৃত্যু
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা