সোনামসজিদ স্থলবন্দর দিয়ে স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে ভারতে

বাংলাদেশের পণ্যতে ভারত আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে কোনো চিঠি না আসায় স্বাভাবিকভাবে ভারতে পণ্য রপ্তানি করছেন ব্যবসায়ীরা। রবিবার বেলা ১১টার দিকে ফোনে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি জানান, বাংলাদেশ থেকে পোশাকসহ ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের চিঠি আসেনি। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগের মতো স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে হাফ প্যান্ট, গেঞ্জি, প্লাস্টিক পণ্য, জুস ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে।
(ঢাকা টাইমস/১৮মে/এসএ)

মন্তব্য করুন