নোয়াখালীর সুবর্ণচরে দুই দালালসহ ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৪:১০ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২২, ১৩:৫৮

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৭ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

এসময় তাদের পালাতে সাহায্য করা দুই দালালকেও আটক করা হয়। তবে এসময় আরও একজন পুরুষ রোহিঙ্গা পালিয়ে গেছে বলে জানান আটককৃতরা।

মঙ্গলবার সকালে তাদের থানায় সোপর্দ করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হচ্ছেন- ভাসানচর আশ্রয়ণের ১২নং ক্লাস্টারের সামছুল আলমের ছেলে নুরুল হাকিম (২৬), ৮১নং ক্লাস্টারের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম (২৪), ৮৭ নং ক্লাস্টারের হাছানের ছেলে আলী আহছান (২৭), একই ক্লাস্টারের বদির আহছানের মেয়ে সোনা মেহের (১৮), আলী আহছানের মেয়ে ইয়াছমিন (১০ মাস), মোহাম্মদ শরীফের মেয়ে ফিরোজা (২২) ও আলী হাছানের ছেলে একরাম (১৪ মাস)।

আটককৃত দালালরা হচ্ছেন- মোহাম্মদপুর ইউনিয়নের চরমাছিমুন গ্রামের আবদুল মালেকের ছেলে নুরু আমিন (৫০) ও একই গ্রামের আলমগীরের ছেলে ইউছুপ (১৯)।

আটককৃতরা জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে সোমবার রাতে ভাসানচর ক্যাম্পের ৯নং ক্লাস্টারের রোহিঙ্গা দালাল খায়রুল আমিনের সহযোগিতায় স্থানীয় দালালদের মাধ্যমে ইঞ্জিনচালিত নৌকাযোগে বের হয়ে আসে ৮ রোহিঙ্গা। পথে গভীর রাতে দালালরা কৌশলে তাদের সুবর্ণচরের মোহাম্মদপুর বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে যায়। এসময় তাদের সাথে দুই দালালও ছিল। গভীর রাতে এদিকে সেদিক ঘুরতে দেখে স্থানীয় লোকজন দুই দালালসহ তাদের ৭ জনকে আটক করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, আটককৃত রোহিঙ্গা ও দুই দালালের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :