রাজবাড়ী জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২২, ১৬:১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার উজানচর ইউনিয়নের নাসির মাতুব্বর পাড়ায় মজনু শেখের বাড়ির পাশে মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত মজনু শেখ (৪৫) নাসির মাতুব্বর পাড়া গ্রামের আকবর শেখের ছেলে। এ ঘটনায় মজনু শেখের ছোট ভাই নজরুল শেখ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, প্রতিবেশী তারা দেওয়ানের তিন ছেলের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল মজনু শেখের। বিরোধপূর্ণ জমিতে বৃহস্পতিবার মজনু শেখ ও তার ছোট ভাই নজরুল শেখ মুড়ি পেয়াজ লাগাতে যান। এসময় তারা দেওয়ানের তিন ছেলে লতিফ দেওয়ান, মতি দেওয়ান, রকন দেওয়ানসহ তাদের ছেলেরা মিলে ছাবল কুদাল ও কুড়াল নিয়ে দুই ভাইর ওপর হামলা করে।

এসময় চিৎকার শুনে মজনু শেখের বাবা আকবর শেখ এগিয়ে গেলে তার ওপরও হামলা করে। হামলায় মজনু ও নজরুল গুরুতর আহত হন।

পরে উন্নত চিকিৎসার জন্য দুই ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বৃহস্পতিবার দিবাগত রাতে মজনু মারা যায়।

নিহত মজনু শেখের বাবা আকবর শেখ বলেন, বৃহস্পতিবার সকালে আমার দুই ছেলে মজনু আর নজরুল বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে মাঠে যায়। জমিতে যাবার সঙ্গে সঙ্গেই লতিফ, মতি, রকনসহ সাত থেকে আটজন মিলিয়ে শাবল ও রড দিয়ে মারতে থাকে। ওদের চিৎকার শুনে আমি গেলে আমাকেও মারে। আমার ছেলেকে মেরে ফেললো ওরা। আমি বিচার চাই। ঘটনার পর থেকে অভিযুক্তদের বাড়িতে কেউ নেই।

গোয়ালন্দ ঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :