দীপ্ত টিভি ভবনে কাভার্ডভ্যান: চালক হান্নানের ১ বছরের সশ্রম কারাদণ্ড

আাদালত প্রতিবেদক
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২২, ১৯:৫৭
অ- অ+

বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি ভবন ক্ষতিসাধনের মামলায় কাভার্ডভ্যান চালক মো. হান্নানের এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ রায় ঘোষণা দেন। রায়ে চালকের সহকারী সাগর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি হান্নানকে চার হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। যা অনাদায়ে তাকে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলা থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারী রাত ১১ টার দিকে কাভার্ডভ্যানটি উদ্দেশ্যে প্রণোদিতভাবে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভির ভবনের ভেতর ঢুকে পড়ে। এতে দীপ্ত টিভির ভবনের প্রধান ফটক ক্ষতিগ্রস্থ হয়। এতে ক্ষতির পরিমাণ ৩০ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় দীপ্ত টিভির পক্ষে আব্দুল মোতালেব খান ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করে। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১৩ এপ্রিল আদালতে মামলাটি দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাসের ধাক্কায় ২ জন নিহত
মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা