মাদক চোরাকারবারের অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ২২:৩০
অ- অ+

ঢাকার মতিঝিল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটক আসামিরা হলেন- বেলাল উদ্দিন, মো. মাহফুজ ও বিল্লাল মোল্লা। এ সময়ে তাদের কাছ থেকে এক হাজার ৯৮০ পিস ইয়াবা, তিনটি মুঠোফোন এবং নগদ চার হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার র‌্যাব-১০ এর একটি দল মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে এক হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলাল উদ্দিন নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ৩৩৫ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার র‌্যাব-১০ এর অপর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ এলাকায় অপর একটি অভিযান চালায়। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহফুজ ও বিল্লাল মোল্লা নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুইটি মুঠোফোন ও নগদ চার হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়।

আটক আসামিদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক চোরাকারবারি। এরা বেশ কিছুদিন যাবৎ মতিঝিল ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা