মাদক চোরাকারবারের অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ২২:৩০

ঢাকার মতিঝিল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটক আসামিরা হলেন- বেলাল উদ্দিন, মো. মাহফুজ ও বিল্লাল মোল্লা। এ সময়ে তাদের কাছ থেকে এক হাজার ৯৮০ পিস ইয়াবা, তিনটি মুঠোফোন এবং নগদ চার হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার র‌্যাব-১০ এর একটি দল মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে এক হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলাল উদ্দিন নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ৩৩৫ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার র‌্যাব-১০ এর অপর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ এলাকায় অপর একটি অভিযান চালায়। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহফুজ ও বিল্লাল মোল্লা নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুইটি মুঠোফোন ও নগদ চার হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়।

আটক আসামিদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক চোরাকারবারি। এরা বেশ কিছুদিন যাবৎ মতিঝিল ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :