বিদেশিদের উপদেশের প্রয়োজন নেই, সময় হলে অ্যাকশন: পররাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেসব কূটনীতিক মন্তব্য করে থাকেন ‘সময় হলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
শনিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
সম্প্রতি বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচনের পরপর ঢাকাস্থ জাপান দূতাবাস উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতির কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি ১৪ নভেম্বর আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে ভালো হবে এবং অবাধ ও নিরপেক্ষ হবে।’ তিনি বলেন, ‘আমি শুনেছি, ভোটের আগের রাতে পুলিশ অফিসারেরা ব্যালট ভর্তি করেছে। এমন উদাহরণ আর কোনো দেশে আছে বলে আমি শুনিনি।’
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের উপদেশের প্রয়োজন নেই জানিয়ে শনিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনীতিকদের কথা বলার একটি পদ্ধতি আছে, শিষ্টাচার আছে। তারা যদি কিছু বলতে চান, তারা সেটা সরকারকে জানাতে পারেন।’
এ কে আবদুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো দেশ তাদের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার প্রতি অসন্তুষ্ট হয়েছে। সে দেশের ২০ থেকে ২১ জন কূটনীতিককে তারা বের করে দিয়েছে।’ যুক্তরাষ্ট্র শক্তিশালী, সে জন্য এটি করতে পেরেছে—এমনটা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের সেই শক্তি নাই। সে জন্য এ পথে যাই না। সময় হলে আমরাও অ্যাকশনে যাব।’
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

দেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৮ লাখ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী রাষ্ট্রপতি রাজনীতিবিদ নাকি আমলা, চূড়ান্ত হবে মঙ্গলবার

স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের বিকল্প নেই: খাদ্যমন্ত্রী

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

তিন ফসলি জমিতে কোনো উন্নয়ন প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওষুধে ভেজাল করলে যাবজ্জীবন, মন্ত্রিসভায় আইন অনুমোদন

ঢাকা আজও দূষিত শহরের তালিকায় প্রথম

তিন দিনের সফরে ঢাকায় বেলজিয়ামের রানি
