চক্ষু বিজ্ঞান হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

আর সব সাধারণ রোগীর মতো ১০ টাকার টিকিট কেটে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিজের চোখ দেখানোর পাশাপাশি হাসপাতালের রোগী ও নার্সদের খোঁজখবর নেন সরকারপ্রধান।
মঙ্গলবার সকাল ৮টার দিকে সাধারণ রোগীদের মতো চক্ষু বিজ্ঞান হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী। এসময় হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে নিচতলায় বহিঃবিভাগের কাউন্টার থেকে ১০ টাকায় টিকিট কাটেন সরকারপ্রধান।
চোখের চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করার সময় প্রধানমন্ত্রী বহিঃবিভাগের নার্স, চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী এসময় রোগীদের চিকিৎসা বিষয়ক খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন