যাত্রাবাড়ীতে বাসার দরজা ভেঙে দম্পতির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২২, ২০:৩২| আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ২২:৫৬
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- রবিউল ইসলাম (২৫) ও তার স্ত্রী বেবী আক্তার (২০)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ বাসার দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারনা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসার দরজা ভেঙে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিউল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বন্যা বেশিরভাগ সময় বাসায় থাকতেন। প্রেমের সম্পর্কের সূত্র ধরে দুই বছর আগে তারা বিয়ে করেন। মঙ্গলবার দুপুর থেকেই তাদের কোনো সাড়া পাচ্ছিলেন না বাড়ির লোকজন। একপর্যায়ে সন্দেহ হলে বিকাল ৪টার দিকে তাদের ডাকাডাকি করেও সাড়া মেলেনি। তখন বিষয়টি পুলিশকে জানানো হয়।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা