যাত্রাবাড়ীতে বাসার দরজা ভেঙে দম্পতির লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- রবিউল ইসলাম (২৫) ও তার স্ত্রী বেবী আক্তার (২০)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ বাসার দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারনা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসার দরজা ভেঙে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিউল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বন্যা বেশিরভাগ সময় বাসায় থাকতেন। প্রেমের সম্পর্কের সূত্র ধরে দুই বছর আগে তারা বিয়ে করেন। মঙ্গলবার দুপুর থেকেই তাদের কোনো সাড়া পাচ্ছিলেন না বাড়ির লোকজন। একপর্যায়ে সন্দেহ হলে বিকাল ৪টার দিকে তাদের ডাকাডাকি করেও সাড়া মেলেনি। তখন বিষয়টি পুলিশকে জানানো হয়।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসএস/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

শ্যামপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর জালকারী চক্রের সদস্য গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে নয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উত্তরায় ফ্ল্যাটবন্দি সেই নারী ও সন্তানরা এখন ভালো আছেন, এড়াচ্ছেন ভাইয়েরা

কাভার্ডভ্যান আটকে চাঁদাবাজি, ঢাবির তিন শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকা আজও দূষিত শহরের তালিকায় প্রথম

হিরো আলমকে নিয়ে ‘কোনো মন্তব্য নেই’, বললেন ওবায়দুল কাদের

‘বিপজ্জনক’ হয়ে উঠছে ঢাকার বায়ু

মুসলিমরা নির্যাতিত হচ্ছে, কাশ্মীর হতে পারে আগামীর ইসরায়েল
