কেরাণীগঞ্জে মাদক চোরাকারবারির অভিযোগে দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২২, ২২:১৬
অ- অ+

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটক আসামিরা হলেন- সেবেদ আলী ও আয়েশা খাতুন। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ এক লাখ ১৪ হাজার টাকা জব্দ করা হয়। মঙ্গলবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মুসলিম নগর এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ লাখ টাকা দামের ২০০ গ্রাম হেরোইনসহ সেবেদ আলী ও আয়েশা খাতুন নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক লাখ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।

আটক আসামিদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা