রাজশাহীতে বিএনপির গণসমাবেশ: রাত থেকেই আন্তঃজেলার বাস বন্ধ

রাজশাহীতে বৃহস্পতিবার ভোর থেকে পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও আন্তঃজেলা বাস বুধবার রাত থেকেই বন্ধ হয়ে গেছে। ফলে কার্যত রাত থেকেই ধর্মঘট শুরু হয়ে গেছে। এতে অনেক যাত্রী বাস টার্মিনালে বাস না পেয়ে ফিরেও যাচ্ছেন। তবে ঢাকাসহ দূরপাল্লার বাসগুলো ছেড়ে যেতে দেখা গেছে।
নগরের ভদ্রা বাস কাউন্টার থেকে ঢাকা বাদে দেশের অন্যান্য বিভাগ ও জেলায় বাস ছেড়ে যায়। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা যায়, কাউন্টারে বাস নেই। অনেক যাত্রী এখান থেকে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।
রংপুরগামী কনকচাঁপা বাসের চালক আবদুস সালাম বলেন, বিকাল থেকেই বাস কম। আগামী তিন-চার দিন গাড়ি হয়তো রাস্তায় নামানো যাবে না। তাই কেউ যাত্রী নিয়ে রাজশাহীর বাইরে যাচ্ছেন না।
বিএনপি বলছে, অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতে এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
তবে পরিবহন মালিক সমিতি বলছে, গণসমাবেশের সঙ্গে তাদের ডাকা ধর্মঘটের কোনো যোগসূত্র নেই।
মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে গত শনিবার ধর্মঘটের হুঁশিয়ারি দেয় পরিবহন মালিক সমিতি। পরে সমিতির ১০ দফা দাবি পূরণের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে চিঠি দেন তারা। কোনো আশ্বাস না পেয়ে বুধবার বিকালে বৃহস্পতিবার ভোর থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেন তারা।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

গমের বদলে খাদ্যগুদামে এলো ২৮ বস্তা বালু, তদন্তে কমিটি

কুষ্টিয়ার হেম আশ্রমে তুরস্কের রাষ্ট্রদূত

ফরিদপুরে নদীর গতিপথ বন্ধ করে বালু ভরাট, প্রতিবাদে মানববন্ধন

৯৯৯ ফোন, যৌনপল্লী থেকে তরুণী উদ্ধার

উইঘুর মুসলিমদের দমন-পীড়নের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

থানায় শালিস বৈঠক, কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ৫

শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

খুলনা সোনালী ব্যাংক বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা

বগুড়ায় ভুট্টা ক্ষেত থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
