ফ্রান্সের সরকারি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তির সুযোগ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৬| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৩:০৭
অ- অ+

ফ্রান্সের সরকারি বিশ্ববিদ্যালয় সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশের জন্য পূর্ণ বৃত্তি ঘোষণা করেছে। ২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে তিন বছর মেয়াদি একটি ফুল স্কলারশিপ দ্য এমিলি বাউটমি শিক্ষাবৃত্তি নামে এই বৃত্তি। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এই বৃত্তির জন্য।

বৃত্তির আর্থিক সুবিধা

সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে এমিলি বাউটমি শিক্ষাবৃত্তি পাওয়া বিদেশি শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে চার ক্যাটাগরিতে আর্থিক সুবিধা দেয়া হবে। এগুলো হলো- স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ১৪ লাখ ২৪ হাজার ৮৮৮ টাকা (১৩,১৯০ ইউরো); স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৯ লাখ ৫০ হাজার ৬৪৫ টাকা (৮,৮০০ ইউরো); স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৬ লাখ ৪৮ হাজার ১৬৭ টাকা (৬,০০০ ইউরো) ও স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৩ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা (৩,৬০০ ইউরো) আর্থিক সুবিধা।

এছাড়া আবাসনব্যবস্থা ও খেলাধুলার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই ইউরোপীয়ান ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে।

প্রথমবার আবেদনকারী হতে হবে।

স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে।

সুইজারল্যান্ড ও নরওয়ের নাগরিকদের আবেদনের প্রয়োজন নেই।

দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।

যা যা লাগবে আবেদন করতে

আয়ের প্রমাণপত্র, যা পরিবারিক অবস্থান ব্যাখ্যা করবে

জীবনবৃত্তান্ত

শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র

পাসপোর্টের কপি

একাডেমিক রেফারেন্স

যেভাবে আবেদন করা যাবে

ইউনিভার্সিটির ওয়েসাইট থেকে দ্য এমিলি বাউটমি স্কলারশিপের বিস্তারিত তথ্য জানা যাবে। সেখানে দেয়া একটি ভিডিও টিউটোরিয়ালে আবেদনপদ্ধতি দেয়া হবে। সেটা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা