অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:২৯| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৩৩
অ- অ+

রাজধানীতে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাজু আহমেদ এবং মো. সুমন।

মঙ্গলবার সকালে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্র জানায়, সোমবার রাত সোয়া দুইটার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী মো. রাজু আহমেদ এবং মো. সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা অনেকদিন ধরে সাধারণ মানুষকে চাকরি দেয়ার প্রলোভন দেখাতো। পরে তাদেরকে জোর করে আটকে রেখে নির্যাতন করতো আর ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. রাজু আহমেদ কুমিল্লা জেলার তিতাস থানার শাহাপুর গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে আর মো. সুমন ভোলা জেলার বোরহান উদ্দিন হালদা মার্কেট এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা