সিনেমায় এবার যৌনতার পাঠ শেখাবেন অক্ষয়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৩২
অ- অ+

সামাজিক বার্তা দেয়, এমন বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। আরও একবার তেমনই একটা প্রজেক্ট অভিনেতার হাতে। তার আগামী সিনেমা কোন বিষয়ের উপর সেটাও প্রকাশ করেছেন অক্ষয়। জানিয়েছেন, এবার তার সিনেমা যৌনতার পাঠ শেখাবে।

অক্ষয় জানিয়েছেন, বর্তমানে তিনি একটি ফিচার ফিল্ম নিয়ে কাজ করছেন, যার বিষয়বস্তু হলো সেক্স এডুকেশন। জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আলোচনার প্যানেলের অংশ হিসেবে ছিলেন অক্ষয়। এই চলচ্চিত্র উৎসবটি ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

ভারতের তথা বলিউডের বহু অভিনেতাই এই চলচ্চিত্র উৎসবে সামিল হয়েছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহরুখ খান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, সাইফ আলি খান, কারিনা কাপুর। জানা গেছে, খুব শিগগিরই রণবীর কাপুর এবং হৃত্বিক রোশনও এই চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন।

এই অনুষ্ঠানের মডারেটর কলিম আফতাবের সঙ্গে কথা বলার সময় অক্ষয় জানান, ‘এটা ভীষণ জরুরি একটি বিষয়। অনেক জায়গাতেই এই বিষয়ে শিক্ষা দেওয়া হয় না। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের বিষয়ে শিক্ষা দেওয়া হয়, সেক্স এডুকেশন তার মধ্যে একটা হওয়া উচিত। পৃথিবীর সব স্কুলেই এই বিষয়ে শিক্ষা দেওয়া উচিত।’

খিলাড়ি আরও জানান, সিনেমাটি আগামী বছরের এপ্রিল বা মে মাসে বড়পর্দায় মুক্তি পেতে পারে। অভিনেতার কথায়, ‘এটা আমার করা অন্যতম সেরা সিনেমা হতে চলেছে।’

অক্ষয় বলেন, ‘আমি এই ধরনের সিনেমা করতে ভালোবাসি। এগুলো সামাজিক ছবি। এটা যদি বক্স অফিসে তেমন সাড়া নাও ফেলে তবুও আমি যে এই সিনেমাটা করেছি, এটাই আমার কাছে মানসিক শান্তির মতো হবে।’

এর আগে অক্ষয় সামাজিক বার্তার সিনেমা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘প্যাডম্যান’, ইত্যাদি। একটা ছবিতে বাথরুমের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বোঝানো হয়েছে, আরেকটা ছবিতে ঋতুস্রাবের সময় কেন প্যাড ব্যবহার করা উচিত, সেটি দেখানো হয়েছে।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত 
এলপি গ্যাসের দাম কমেছে
এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড পোর্টফোলিও ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে
মাঠপর্যায়ে প্রতিবন্ধীদের সেবা প্রদানে জনবল সংকটসহ নানা দুর্বলতা রয়ে গেছে: বিডিডিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা