২৫ লাখ লোকের সমাগম পল্টনে কেন, চিন্তার বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:৪৯| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৪:৪২
অ- অ+

‘বিএনপি পল্টনে কেন ২৫ লাখ লোকের সমাগম করবে, সেটি এখন চিন্তার বিষয়’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘কেন তারা সেখানে সমাবেশ করতে চায়, সেটা আমাদের দেখার বিষয়।’

বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে আওলাদ হোসেন মার্কেটের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যে ঘোষণা দিচ্ছে এখানে (নয়াপল্টন) বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন, সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

বিএনপিকে দেশের প্রচলিত নিয়ম মেনেই সভা সমাবেশ করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘২০-২৫ লাখ মানুষের সমাগম ঢাকায় সম্ভব নয়। সব দলের বড় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়া হয়। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে সরকার আইন প্রতিষ্ঠিত করা ও মানুষের জানমাল রক্ষায় যা করার তাই করবে।’

‘এছাড়া বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায় এখন সেটিও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী’ যোগ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভালো। দেশের মানবাধিকার ক্ষুণ্ণ হোক এমনটা সরকার চায় না।’

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা