‘খুন হয়েছিলেন ছেলের হাতে’, সেই অভিনেত্রীই সশরীরে হাজির থানায়

তারকাদের মৃত্যু নিয়ে ভুয়া খবর নতুন ঘটনা নয়, তবে এবার যা ঘটল তা রীতিমতো শিউরে উঠবার মতো! সপ্তাহ খানেক ভারতীয় বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হয়, ছেলের হাতে খুন হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী বীণা কাপুর। ছেলে নাকি ব্যাট দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে মা-কে।
এই খবরে ভারতের টেলিভিশন দুনিয়ায় অদ্ভূত এক নিস্তব্ধতা চোখে পড়েছিল। তবে কয়েক দিন না যেতে জানা গেল, অভিনেত্রী বীণা কাপুর মারা যাননি, তিনি বেঁচে রয়েছেন এবং একদম সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। দিনদোষী থানায় সশরীরে হাজির হয়ে গোটা ঘটনা নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
বৃহস্পতিবার ছেলের হাত ধরেই মুম্বাইয়ের দিনদোষী থানায় হাজির হন অভিনেত্রী এবং জানান, তিনি বেঁচে রয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা কাপুর জানান, সত্যিই এক বীণা কাপুর খুন হয়েছেন, তবে তিনি সেই বীণা কাপুর নন। নাম এবং পদবি এক হওয়ার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নিজের অনুরাগী এবং শুভাকাঙ্খীদের কোনো রকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান অভিনেত্রী।
বীণা কাপুরের ছেলে জানান, তিনি সম্পত্তির লোভে মাকে খুন করেছেন, এমন রটনা শুনে রীতিমতো ভেঙে পড়েছিলেন। তবে মুম্বাই পুলিশ এই কঠিন সময়ে সবরকম সহযোগিতা করেছেন বলে জানান অভিনেত্রীর ছেলে। তাদের অভিযোগ জমা নেওয়ার পাশাপাশি সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ।
বর্ষীয়ান এই অভিনেত্রী জানান, এই ঘটনা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। কে বা কারা এমন ভুয়া খবর রটিয়েছে তার সঠিক তদন্ত হোক চান অভিনেত্রী। জানা গেছে, সম্পত্তির জেরে বীণা কাপুর নামে জুহুর এক বাসিন্দা সত্যিই খুন হয়েছেন ছেলের হাতে। তবে তিনি অভিনেত্রী বীণা কাপুর নন।
(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন