চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি
পৌঁষের হাড়কাঁপানো শীতে কাপছে চুয়াডাঙ্গার জনজীবন। এ জেলায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান।
এদিকে মৃদু শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। সন্ধ্যা গড়ালেই নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ। শীতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। শীতে নষ্ট হচ্ছে মাঠের ফসল। ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের বীজতলা।
সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষক হাবিল রহমান জানান, ‘খুব ঠাণ্ডা পড়চি। কুয়াশায় ধানের চারা নষ্ট হয়ি যাচি। ধানের চারা এইভাবে যদি নষ্ট হয়ি যায় তাহলি আমরা ধান লাগাবো কি করি? খুব চিন্তা হচ্চি।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা জানান, ধানের বীজতলা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। বীজতলা রক্ষণাবেক্ষণে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এসএ)