ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধীর

টাঙ্গাইলের ঘাটাইলে কাজে যাওয়ার সময় ড্রাম ট্রাকচাপায় মো. সোহাগ (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকল সাড়ে ৯টায় ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছোনোটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সোহাগসহ পাঁচজন ভ্যানে করে কাজে যাচ্ছিলেন। তারা শাপলা শিশু পার্কের সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। এছাড়া আহত অপর চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক মো. হাফিজ জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন