কনকনে শীতে জবুথবু চুয়াডাঙ্গাবাসী

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৫৯

পৌঁষের হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। এ জেলায় বিরাজ করছে মৃদু শৈত্য প্রবাহ।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গায় আবারও মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। টানা তিনদিন পর সূর্যের দেখা মিললেও তা উত্তাপ ছড়াচ্ছে না। এমন অবস্থা আরও কয়েকদিন বিরাজ করতে পারে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই কোন উত্তাপ। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিম শীতল বাতাসে শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েকগুণ। খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। টান পড়েছে আয় রোজগারে। হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিনিয়ত নতুন নতুন রোগী আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে কৃষি কাজ। ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :