প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামির কাশিমপুর কারাগারে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৬ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি আবুল হোসেন খোকনের (৫৫) কাশিমপুর কারাগারে মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে বন্দী ছিলেন।

শুক্রবার সকাল ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল হোসেন খোকন বরিশালের কোতোয়ালি থানার রাজধর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি হরকাতুল জিহাদ হুজির সদস্য ছিলেন।

কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য আবুল হোসেন খোকন কারাগারে বন্দী ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে হুজি সদস্য আবুল হোসেন খোকন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।

পরে তাকে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসকার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এমএইচ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :