বিমানে যাত্রীর গায়ে প্রস্রাব করা সেই ভারতীয় গ্রেপ্তার
নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লিগামী ভারতীয় বিমান পরিষেবা বিষয়ক সংস্থা এয়ার ইন্ডিয়ার এক বিমানের ফ্লাইটে নারী যাত্রীর গায়ে গত ২৬ নভেম্বর প্রস্রাব করেছিলেন আরেক পুরুষ যাত্রী। শুক্রবার রাতে ভারতের বেঙ্গালুরু থেকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০নং ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আটককৃত ব্যক্তির নাম শঙ্কর মিশ্র (৩৪)। গ্রেপ্তারের পর দিল্লির আদালত তাকে সরাসরি ১৪ দিনের জন্য আদালতের হেফাজতে নেওয়ার আদেশ দেয়। আদালত বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আর পুলিশের হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই।
ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন শঙ্কর মিশ্র। দিল্লি থেকে পালিয়ে লুকিয়ে ছিলেন সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে। ওয়েলস ফার্গো নামে মার্কিন একটি সংস্থায় চাকরি করতেন তিনি। কর্মস্থল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি শঙ্কর মিশ্রর নামে লুক আউট নোটিসও জারি করা হয়।
মিশ্রের আইনজীবীর অভিযোগ, ঘটনার পর ওই মহিলা যাত্রীকে ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন। তার পরেও ওই মহিলা যাত্রী অভিযোগ দায়ের করায় তার মনোভাব নিয়েই প্রশ্ন তুলেছেন শঙ্করের আইনজীবী। ঘটনাটি একপেশে ভাবে তুলে ধরা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার কোনও প্রত্য়ক্ষদর্শীও কেন পাওয়া গেল না, সোশ্য়াল মিডিয়ায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন শঙ্কর মিশ্রর আইনজীবী ঈশানি শর্মা। তাঁর দাবি, যেহেতু তাঁর মক্কেল মদ্য়পান করে অসংলগ্ন এবং প্রায় অচেতন অবস্থায় ছিলেন, তাই ঠিক কী ঘটেছিল তিনিও সেটা মনে করতে পারছিলেন না।
ভুক্তভোগী সহযাত্রী পুরো ঘটনা জানিয়ে টাটার চেয়ারম্যান এন চন্দ্রশেখরকে একটি চিঠি লেখেন। এর পর ঘটনার তদন্ত শুরু করে এয়ার ইন্ডিয়া। রিপোর্ট অনুযায়ী, এআই-১০২নং ফ্লাইটে ঘটনাটি ঘটেছে। নিউইয়র্ক বিমানবন্দর থেকে টেকঅফ করার পর লাঞ্চ দেওয়া হয় যাত্রীদের। এর পর যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য বিমানের লাইট বন্ধ করে দেওয়া। এর পরই অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার আসনের সামনে এসে প্রস্রাব করেন।
ভুক্তভোগী ওই নারী এ নিয়ে ক্রুর কাছে অভিযোগ করেন। বলেন, তার পোশাক, জুতা ও ব্যাগ প্রস্রাবে ভিজে গেছে। ক্রু ওই নারী যাত্রীকে এক সেট জামা ও স্লিপার দেন। সেগুলো পরে ওই নারীকে অভিযুক্ত ব্যক্তির পাশেই বসতে হয়। তখন উড়োজাহাজটিতে অন্য আসন ফাঁকা ছিল না।
এ ঘটনা জানাজানি হলে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ওই ফ্লাইট পরিচালনাকারী এয়ার ইন্ডিয়াকে একটি নোটিশ দেয়। বৃহস্পতিবার সেই নোটিশের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। এতে গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এসএটি)