বাড়িতে প্রেমিকার অনশন, সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৩:৪০| আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৫:২৫
অ- অ+

বাড়িতে প্রেমিকার অনশনকে কেন্দ্র করে অবশেষে দিনাজপুর জেলার বিরামপুরের সেই ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পদ হারানো সেই ছাত্রলীগ নেতা উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম শাওন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে সোমবার ( ৯ জানুয়ারি) রাত ১০টায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। সেই পদ পেয়েছেন ফরহাদ হোসেন। তিনি হয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

সোমবার বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

ছাত্রলীগ নেতা শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে বিয়ের দাবিতে গত তিন দিন ধরে অনশন করছিলেন তার প্রেমিকা। তবে সোমবার সন্ধ্যায় শাহাবুল ইসলাম তাকে বিয়ে করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক।

গত শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে অনশন করেন পার্শ্ববর্তী মুকুন্দপুর ইউনিয়নের বাদমুখা এলাকায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। সেই দিনই বাড়ি থেকে পালিয়ে ছিলেন শাহাবুল। পরে সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট রানিগঞ্জ এলাকায় ওই মেয়েকে বিয়ে করেন শাহাবুল।

ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, শাহাবুলের বাড়িতে গত কয়েক দিন ধরে এক কলেজশিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করেন। ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। তার এই কর্মকাণ্ডের দায় সংগঠন মেনে নিতে পারে না। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দেওয়া হয়েছে অব্যাহতি।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ ঔষধি লাল বিট দেহে রক্ত বাড়ায়, ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
সুস্থ দেহে সুন্দর মন, জানুন নীরোগ থাকার মন্ত্র
ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী, সঙ্গে থাকবেন শতাধিক বিনিয়োগকারী 
মেদ ঝরাতে নিয়মিত খাচ্ছেন লেবু-পানি? লাভের বদলে ক্ষতি ডেকে আনছেন না তো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা