প্রশিক্ষণ চলাকালে ৩ কনস্টেবল গুলিবিদ্ধ

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:০৭
অ- অ+

রাঙামাটিতে প্রশিক্ষণের সময় পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ওই ঘটনা ঘটে।

রাঙামাটির কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন- নারী কনস্টেবল মিনোয়ারা, সুমন খান ও অভি বড়ুয়া। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

রাঙামাটির কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী আরও জানান, ফায়ারিংয়ের সময় মাথা ঘুরে পড়ে যান স্পেশাল ফোর্সের কনস্টেবল নার্গিস। তার গুলিতে নারী কনস্টেবল মিনোয়ারা, সুমন খান ও অভি বড়ুয়া গুলিবিদ্ধ হন। মিনোয়ারা পাহাড়তলি থানায় এবং সুমন ও অভি বড়ুয়া বাকলিয়া থানায় কর্মরত।

বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) এর পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আহতদের চট্টগ্রাম উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। মিনুয়ারার কাঁধে আঘাত, সুমন খান বা পায়ে ও অভি বড়ুয়া ডান হাতে পাশে আঘাত পান। তবে সবাই সুস্থ্ আছেন।

তিনি আরও জানান, প্রশিক্ষণের এমন ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা