কুড়িগ্রামে আলুবোঝাই ট্রলির চাকা খুলে হেলপার নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
অ- অ+

কুড়িগ্রামে আলুবোঝাই ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে লুৎফর রহমান (৪৬) নামে ট্রলির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকালের দিকে জেলার রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালের দিকে রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা ব্রিজ এলাকায় আলুবোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহীল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলির একজন হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আহতরা রংপুর ও কুড়িগ্রামে চিকিৎসাধীন।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা