বাংলাদেশ স্কাউটস ও টেলিটক বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ১৯:৫৬

আগামী ২০-২৭ জানুয়ারী বাংলাদেশ স্কাউটসের ‘৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী’গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাম্বুরীর শুভ উদ্বোধন করবেন। জাম্বুরী অনুষ্ঠানে স্কাউট, রোভার, অংশগ্রহণকারী কর্মকর্তা এবং অতিথিদের টেলিযোগাযোগ সেবা প্রাদানের উদ্দ্যেশে রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদাতা টেলিটক বাংলাদেশ লিমিটেড বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।

এ উপলক্ষ্যে কাকরাইলস্থ বাংলাদেশ স্কাউটস ভবনে গত মঙ্গলবার বাংলাদেশ স্কাউটস এবং টেলিটকের মধ্যে একটি দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টেলিটকের পক্ষে মোঃ সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (সেলস্‌, ডিস্ট্রিবিউশন এন্ড সিআরএম) এবং বাংলাদেশ স্কাউটস এর পক্ষে মোঃ হামজার রহমান শামীম (উপ-পরিচালক, আইসিটি) চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক কে এম সাইদুজ্জামান-এলটি, পরিচালক (প্রশিক্ষণ) আনুচিং মারমা, টেলিটকের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক এম, এম, আসাদুল্লাহ এবং সহকারী ব্যবস্থাপক কাজী মোহাম্মদ এহসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এমএইচ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :