যে ৪৪ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৩, ১৪:৩০

দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেল বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’-এর দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

এই সিনেমার মধ্য দিয়ে খুলেছে বন্ধ থাকা রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। এছাড়া দীর্ঘদিন প্রায় ৫০টির মতো সিনেমা হলে মুক্তি পেল আরিফিন শুভ অভিনীত কোনো সিনেমা।

ঢাকার ভেতরে যেসব প্রেক্ষাগৃহে চলছে ব্ল্যাক ওয়ার

মধুমিতা, শ্যামলী, চিত্রামহল, গীত, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, সেনা অডিটোরিয়াম (ক্যান্টনমেন্ট), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টায়ার), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (সনি স্কোয়ার), স্টার সিনেপ্লেক্স (বন্ধবন্ধু আর্মি মিউজিয়াম, বিজয় স্মরনী), ব্লক বাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ)।

ঢাকার বাইরে যেসব হলে মুক্তি পেয়েছে সিনেমাটি

নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), সিনেস্কোপ সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ), ঝুমুর (জয়দেবপুর), চাদঁমহল (কাঁচপুর), নবীন (মানিকগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), টস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), রুপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), নন্দিতা (সিলেট), শাপলা (রংপুর), সুগন্ধা (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), চিত্রালী (খুলনা), শংখ (খুলনা), সত্যবতী (শেরপুর), পূর্বাশা (শান্তাহার), রাজ (কুলিয়ারচর), মোহন (হবিগঞ্জ), মম ইন (বগুড়া), অভিরুচী (বরিশাল), মনিহার (যশোর), রূপালী (কুমিল্লা), স্টার সিনেপ্লেক্স (চট্টগ্রাম), স্টার সিনেপ্লেক্স (রাজশাহী), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) এবং গ্র্যান্ড সিলেট (সিলেট)।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :