আ.লীগের ঢাকা মহানগর থানা-ওয়ার্ড কমিটি চলতি মাসেই, খসড়া প্রস্তুত

জাফর আহমেদ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৩, ১৪:৩৭

আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানা এবং ওয়ার্ড কমিটি চলতি মাসেই ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যে খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে। দলের সভাপতির সম্মতি পেলে কমিটি ঘোষণা করা হবে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন মহানগরের শীর্ষ নেতারা।

দলীয় সূত্রে জান গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সন্মেলনের কমিটি শেষ করার পর ওয়ার্ড ও থানা সম্মেলন শেষ হয়েছে একবছর আগে কিন্তু এখনো কমিটি ঘোষণা করা হয়নি। এছাড়া উত্তরের তুলনায় দক্ষিণের ওয়ার্ড ও থানা সম্মেলন দেরিতে শেষ হলেও এ মাসেই কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে।

ঢাকা মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র নেতাকর্মীদের চাঙ্গা করতে চলতি মাসেই কমিটি দেওয়া হতে পারে। ওয়ার্ড ও থানা কমিটির খসড়া তালিকা করা হয়েছে অনেক আগেই কিন্তু দলের জাতীয় সম্মেলনের কারণে এ তালিকা জমা দেওয়া হয়নি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘উত্তরে থানা ২৬টি এবং ওয়ার্ড ৫৪টি। এছাড়া একটি ইউনিয়ন আছে। আমাদের থানা, ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা অনুমতি দিলে থানা ও ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে। খসড়া তালিকা করা হয়েছে। আমরা চলতি মাসেই কমিটি ঘোষণা করতে চাই।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ঢাকা টাইমসকে বলেন, ‘কোন ওয়ার্ড ও থানায় কে যোগ্য এবং মাঠে রাজনীতিতে সক্রিয় আছেন সবই আমাদের জানা আছে। কমিটি ঘোষণা এখন সময়ের ব্যাপার।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ঢাকা টাইমসকে বলেন, ‘আমাদের ওয়ার্ড-থানা কমিটির সম্মেলন শেষ হয়েছে অনেক আগেই। যারা রাজনীতির মাঠে সক্রিয়; ইমেজ ভালো, এমন নেতাদের নিয়ে কমিটির করার জন্য একটি খসড়া তালিকাও করা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার কাছে জমা দেব। তিনি যখন বলবেন তখনই কমিটি ঘোষণা করা হবে।’

চলতি মাসে কমিটি ঘোষণা করা হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঠে রাখতে চলতি মাসে কমিটি ঘোষণা করা হতে পারে।’

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কারাবন্দি যুবদলের সাবেক সভাপতি নিরবের বাসায় টুকু

দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

বিএনপির সিনিয়র নেতারা কে কোথায় ঈদ করবেন?

ভারত-মিয়ানমার কোনো সীমান্তেই দেশের মানুষ নিরাপদ নয়: রিজভী

পশু কোরবানির সঙ্গ দুর্নীতি কোরবানি করতে হবে, ঈদ শুভেচ্ছায় জিএম কাদের

সেন্ট মার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ওবায়দুল কাদের

মিয়ানমার আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে: জিএম কাদের

ডা. মওদুদ হোসেন আলমগীর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক 

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির

আওয়ামী সরকারের দুর্নীতির শিকড় দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে: আমিনুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :