ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:৪১| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:৪৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ছয় মাসের শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ রাস্তায় এবং অন্যদের বাড়ির ভিতরে দেখতে পায়।

শেরিফ এ ঘটনাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, পুলিশ সন্দেহভাজনদের খুঁজছে।

পুলিশের ধারণা, পরিবারটি কোনো চক্রের সঙ্গে জড়িত ছিল এবং ভেবেচিন্তে লক্ষ্যবস্তু করা হয়।

গত সপ্তাহে অফিসাররা একই বাড়িতে মাদকদ্রব্যের জন্য অভিযান চালায়, সোমবার একটি সংবাদ সম্মেলনে বলেন, তুলারে কাউন্টির শেরিফ মাইক বোড্রোক্স।

তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ আসার সময় একজন ভুক্তভোগী জীবিত ছিলেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাদের মৃত্যু হয়।

তদন্তকারীরা অন্তত দুই সন্দেহভাজনকে খুঁজছেন বলে শেরিফ নিশ্চিত করেছেন।

‘আমার কাছে আরও তথ্য আছে। তবে এই মুহুর্তে আলোচনা করার স্বাধীনতা নেই আমার’ যোগ করেন বোড্রোক্স।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা