শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১১:৩৯ | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ১০:৪৬
গ্রেপ্তারকৃত মো. সানাউল্লাহ

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সানাউল্লাহকে (২৭) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত সোমবার রাত ১২টা ৩৫ মিনিটে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সানাউল্লাহ নেত্রকোনার আটপাড়া উপজেলার মৃত আব্দুল ওহাবের ছেলে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষনের কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানিয়েছে, ২০১৯ সালের ৩১ মার্চ রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সাত বছরের এক কন্যাশিশুকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাসায় ফিরে তার বাবা-মাকে ঘটনাটি জানালে ওইদিনই সানাউল্লাহকে আসামি করে দারুস সালাম থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরের দিন আসামিকে দারুস সালাম থানা পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। আসামি দুই বছর জেলহাজতে থাকার পর ২০২১ সালের মার্চ মাসে তিনি জামিনে বের হন। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে গত ১১ নভেম্বর আদালত সানাউল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের সময় আসামি অনুপস্থিত থাকায় বিচারক তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর র‌্যাব তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল গত সোমবার রাত ১২টা ৩৫ মিনিটে গাজীপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে।

আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

দুই দফায় রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার

এনআইডি প্রকল্পের কর্মকর্তা দিতেন তথ্য, কার্ড বানিয়ে আয় কোটি টাকা

রিমান্ডে অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন: ডিবি 

পুলিশ হেফাজতে মৃত্যু: যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা

বেইলি রোডের আগুন: কাচ্চি ভাইয়ের মালিক সিরাজ গ্রেপ্তার, দুই দিনের রিমান্ডে

নাপিত-হকার মিলে বানায় খাওয়ার স্যালাইন, ৪০ শতাংশ কমিশনে কিনে ডিলাররা

এই বিভাগের সব খবর

শিরোনাম :