কুমিল্লায় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা দীপ্তিসহ ৪ জন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩:০৮| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৪:০০
অ- অ+

কুমিল্লার আলেখাচরের একটি হোটেল থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ যে চার জনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে তাদেরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে আবদুর রহমান, হাবিবুর রহমান এবং আর্জু কুমিল্লার বিএনপি কর্মী।

রাজধানীর মতিঝিল থানার একটি মামলার হাজিরা দিতে রাতে ঢাকায় যাচ্ছিলেন তারা। তখন তাদেরকে ডিবি পুলিশ আটক করে।

এর আগে সকালে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার তাদেরকে তুলে নেওয়া হয়েছে বলে ঢাকা টাইমসকে বলেছিলেন।

গত ১৬ জানুয়ারি ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে চট্টগ্রাম মহানগর বিএনপি। এ সময় নগরীর কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজন পুলিশ বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে অন্তত ৬০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করে, যার মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি রয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা জানিয়েছেন, দীপ্তিকে চট্টগ্রামের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা বলেন, ‘তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে মায়ামী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।’

দীপ্তিকে আজ আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃত অন্য তিনজনকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘তারা হয়তো কুমিল্লার অন্য কোনো মামলার আসামি হবেন। কুমিল্লা জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারে।’

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা