সাতক্ষীরায় ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৩, ২২:১১

সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই-এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা আদায়ের অভিযোগে রোমান হোসেন (৩০) নামে এক যুবক আটক করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সাতক্ষীরা এবং কলারোয়া থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী হিজলদী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক রোমান হোসেন নড়াইল জেলার লোহাকুড়া উপজেলার চাচড়াই গ্রামের কায়েম শেখের পুত্র।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মৃধা বলেন, রোমান হোসেন কলারোয়ার হিজদী এলাকার জনৈক আনিছুর রহমানের বাড়িতে ভাড়া থাকত। সে এনএসআই-এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে কলারোয়াসহ বিভিন্ন স্থানে ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছ থেকে সুবিধা আদায় করে আসছিল- এমন তথ্য আমাদের কাছে ছিল। ফলে এনএসআই সাতক্ষীরা এবং কলারোয়া থানা পুলিশ নজরদারিতে ছিল।

একপর্যায়ে বুধবার বিকালে এনএসআই সাতক্ষীরা ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :