ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ২০:৫৪
অ- অ+

ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ধানবোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁওয়ের এনামুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অ্যায়ারহাউস পরিদর্শক সারোয়ার হোসেন।

নিহতরা হলেন- রাশেদুল (৪০) ও আসাদ (৩০)। নিহত আসাদ শহরের নিশ্চিন্তপুর সাহাপাড়ার মৃত সিরাজের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে নিশ্চিন্তপুরের রাশেদুলের বাবার নাম পাওয়া যায়নি।

অ্যায়ারহাউস পরিদর্শক সারোয়ার হোসেন বলেন, একই মোটরসাইকেলে দুজন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিল। পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি আরও বলেন, লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ও ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা