‘শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ’

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৩, ১৫:৫৮

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আমাদের প্রথম কাজ শৃঙ্খলা ও ঐক্য। এ দুটো না থকলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই আমরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকব এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

শুক্রবার দুপুর চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে সু-সংগঠিত করার লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আমাকে পাঁচবার দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি সংগঠনের স্বার্থে কাজ করার জন্যে। বঙ্গবন্ধুর আর্দশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ করি নাই, করব না। আমি সংগঠনের কাজের জন্য যেখানে গিয়েছি, সেখানেই সংগঠনের নেতারা স্বতস্ফুর্তভাবে গ্রহণ এবং সহযোগিতা করেছেন। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।’

সুজিত রায় নন্দী বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে চাঁদপুর জেলার সকল পর্যায়ের নেতারা আজ ঐক্যবদ্ধ। এই অবস্থান আরো শক্তিশালী করতে হবে।’

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

সুজিত রায় নন্দী বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক থেকে সাংগঠনিক সম্পাদক হওয়ায় সভায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সকল নেতাদের সঙ্গে নিয়ে চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সর্বজন শ্রদ্ধেয় মরহুম আবদুল করিম পাটওয়ারীর কবর জিয়ারতে অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :