মাদারীপুরে বাসচাপায় ভ্যানযাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১০:২৮| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২:৫৩
অ- অ+

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলায় বাসচাপায় জলিল বেপারী (৫৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় ভ্যালচালক ও আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা রসুল।

নিহত জলিল বেপারী রাজৈর উপজেলার কুঠিবাড়ির মৃত হাসান বেপারীর ছেলে।

ওসি জানান, সোমবার প্রথম প্রহর রাত ১টার দিকে রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকা থেকে ওয়াজ মাহফিলের মেলা থেকে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন তিন ব্যক্তি। এসময় সানেরপাড় এলাকায় এলে ভ্যানকে পেছনে থেকে চাপা দেয় একটি যাত্রীবাহী পরিবহন। এতে ভ্যানটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। তবে পরিবহনটি মুহূর্তে সটকে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসক জলিল বেপারীকে মৃত ঘোষণা করেন। এতে গুরুতর আহত ভ্যানচালক নুর হককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় আরেক যাত্রী জয়নাল মোল্লা আহত হয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
ট্রাম্পের যে কৌশলে থেমে যায় পাকিস্তান-ভারত যুদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা