ড্রোন হামলা নিয়ে মন্তব্য, ইউক্রেনের জ্যেষ্ঠ কূটনীতিককে তলব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের একটি সামরিক ওয়ার্কশপে শনিবার রাতে ইসরায়েল একটি ব্যর্থ ড্রোন হামলা চালিয়ে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। বার্তা সংষ্থা তাসনিম জানিয়েছে, সোমবার হামলাটি নিয়ে মন্তব্য করায় তেহরানে ইউক্রেনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান।

মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ‘ইসরাইল শনিবার মধ্যরাতে ইরানের একটি সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের স্পেস রিসার্স সেন্টারের একটি অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় ছোট আকারের ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এই কারখানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় বলে মার্কিন সরকার অনেক আগে এটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল।’

যুদ্ধের শুরু থেকেই রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহ করার জন্য ইরানের ওপর অভিযোগ আনে ইউক্রেন। তাদের দাবি ইরানের ড্রোন ব্যবহার করে সামনে থেকে দূরে ইউক্রেনীয় শহরগুলির বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় রাশিয়া। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র সহকারী ঘটনাটিকে সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছেন।

রবিবার সিনিয়র সহকারী মাইখাইলো পোদোলিয়াক টুইটারে লিখেছেন, ‘ইরানে বিস্ফোরক রাত। তোমাকে সতর্ক করা হয়েছিল।’

ইরান রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকার করলেও বলেছে গত বছর ইউক্রেনে মস্কোর আগ্রাসনের আগে এগুলো পাঠানো হয়েছিল। মস্কো তার বাহিনী ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করেছে, যদিও অনেক গুলো ড্রোন ভূপাতিত করে উদ্ধার করা হয়েছে।

অপরদিকে গতমাসে ইসরায়েলের উগ্র যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে।

এর আগে রবিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃবিতে বলেছে, ইস্পাহানের একটি সমারিক ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, শত্রুর নিক্ষিপ্ত একটি ড্রোন ওয়ার্কশপ কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয় এবং অন্য দুটি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :