২৪ ঘণ্টায় ১২ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) কারো মৃত্যু হয়নি। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ জন। এছাড়া আগের দিন ১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৬৮ জনে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৩ হাজার ১৭৩ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা ২ হাজার ২৪৫টি নমুনার মধ্যে পরীক্ষা করা হয় ২ হাজার ২৬০ নমুনা। এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। এছাড়া মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর ১০ দিন পর সে বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এসএম)
সংবাদটি শেয়ার করুন
করোনাভাইরাস বিভাগের সর্বাধিক পঠিত
করোনাভাইরাস এর সর্বশেষ

২৪ ঘণ্টায় চার জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত, মৃত্যুশূন্য দেশ

২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত

করোনার টিকার তৃতীয়-চতুর্থ ডোজ সাময়িক বন্ধ

২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত

কমছে করোনার প্রকোপ, ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচ

কমছে করোনার প্রকোপ, ২৪ ঘণ্টায় শনাক্ত ছয়

২৪ ঘণ্টায় দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ জন
