সন্তান ধারণে বড় বাধা এন্ডোমেট্রিয়াম! যেভাবে চিনবেন এই রোগ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১০| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭
অ- অ+

স্বামী-স্ত্রী যত টাকা-পয়সা আর অট্টালিকার মাঝে সুখে থাকুন না কেন, একটি সন্তান না থাকলে সেই সুখ যেন কখনোই পূর্ণতা পায় না। কাউকে সৃষ্টিকর্তা একাধিক সন্তান দেন, আবার কাউকে একটিও দেন না। অর্থাৎ বিভিন্ন রোগে বা সমস্যায় অনেকে সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন।

বিশেষ করে, নারীদের সন্তান ধারণে সবচেয়ে বড় বাধা এন্ডোমেট্রিয়াম। এটি এক বিশেষ ধরনের টিস্যু যা জরায়ুর ভেতরের দিকে থাকে। এন্ডোমেট্রিয়োসিস রোগে এই টিস্যু জরায়ুর বাইরের দিকেও দেখা দিতে থাকে। এর ফলে জরায়ুর স্তর পুরু হয়ে ব্যথা হতে শুরু করে।

চিকিৎসকের কথায়, এই টিস্যুগুলো ধীরে ধীরে সিস্টে পরিনত হয়। যার থেকে ব্যথা শুরু হয়। তবে আগে থেকে লক্ষণগুলো দেখে সতর্ক হলে সহজেই সেরে ওঠা সম্ভব। চলুন তবে জেনে আসি লক্ষণগুলো সম্পর্কে-

যৌনমিলনের সময় প্রচন্ড ব্যথা

যৌনমিলনের সময় অস্বাভাবিক রকমের ব্যথা এন্ডোমেট্রিয়ামের প্রধান লক্ষণ। এমন ব্যথা হলেই সতর্ক হওয়া জরুরি। দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ঋতুস্রাবের সময় ব্যথা

ঋতুস্রাবের সময় প্রচন্ড ব্যথা এন্ডোমেট্রিয়োসিসের একটি লক্ষণের মধ্যে পড়ে। এই রোগে জরায়ুর গঠনগত পরিবর্তন হয়। যার ফলে স্বাভাবিকের থেকে বেশি ব্যথা হতে থাকে।

প্রস্রাব বা মলত্যাগের সময় ব্যথা

প্রস্রাব বা মলত্যাগের সময় পেলভিক অঞ্চলে প্রচন্ড ব্যথা এই রোগের অন্যতম লক্ষণ। এমন ব্যথা নিয়মিত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বন্ধ্যত্ব

এন্ডোমেট্রিয়োসিসের ফলে জরায়ুর গঠনগত পরিবর্তন হয়। সে কারণেই গর্ভধারণে জটিলতা দেখা দেয়। সঠিক সময়ে চিকিৎসা না করালে বন্ধ্যত্বও হতে পারে। তাই এমন কোনো লক্ষণ দেখা দিলেই দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা