নোয়াখালীর চাটখিলে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৮
অ- অ+

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে অভিযান চালিয়ে আতাউর রহমান রুবেল (৪৮) ও সাদেক হোসেন শিখাব (২১) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে সাত্রাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সাত্রাপাড়া গ্রামের মোকারাম বাড়ির ইকবাল হোসেন মানিকের ছেলে আতাউর রহমান রুবেল ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির শাহ আলমের ছেলে সাদেক হোসেন শিখাব।

পুলিশ জানায়, নোয়াখলা ইউনিয়নে মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সাত্রাপাড়া গ্রামে মাদক বিক্রির সময় মাদক কারবারি রুবেল ও সাদেককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা কার্টন থেকে ৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা