আলফাডাঙ্গায় মধুমতি নাবিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৪| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫১
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইলে মধুমতি নাবিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নয় বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় সংগঠনটির কর্তৃপক্ষ।

কমিটিতে শেখ কামাল আহমেদকে আহ্বায়ক, মো. ইরান মোল্যাকে যুগ্ম আহ্বায়ক, মো. নাজমুল মোল্যাকে সদস্য সচিব ও আতাউর রহমানকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

কমিটিতে পাঁচ জনকে সদস্য করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছে, মো. শওকত, লাভলু ফকির, বিপ্লব শেখ, মো. শরিফুল ও নাসির শেখ।

সংগটনটির সদস্যরা জানান, মধুমতি নাবিক সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছায় সামাজিক এবং শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করা। এলাকার গরিব, অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা বা উদ্বুদ্ধ করা।

নাবিকদের মধ্যে সু-সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ বন্ধন তৈরিকরণ, নাবিক অথবা নাবিকদের পরিবারের কোনো সদস্য আর্থিক বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে সহায়তা করা। কোনো অসহায় ও গরিব মেধাবী শিক্ষার্থী দুরারোগ্য রোগে আক্রান্ত হলে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে সংগঠনটি।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
জবিতে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা