রাষ্ট্রদূত হচ্ছেন এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে বাহিনীতে ফেরত

রাষ্ট্রদূত হচ্ছেন বগুড়া বিএফ শাহীন কলেজের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বিমানবাহিনীতে প্রত্যাবর্তন করে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
২০২০ সালের ১৫ জানুয়ারি এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রদূত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর তাকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত করা হয়।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১৯৮৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ ও বিশিষ্ট কর্মজীবনে তিনি বিভিন্ন স্তরে নির্দেশনা ও কমান্ড নিয়োগে দায়িত্ব পালন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্সে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।
ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এসএস

মন্তব্য করুন