তিন বই বাদ দিয়ে আদর্শকে বইমেলায় স্টল দেয়ার নির্দেশ হাইকোর্টের

তিনটি বই বাদ দিয়ে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বাংলা একাডেমিকে এ নির্দেশ দেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
গত ১২ জানুয়ারি বইমেলার পরিচালনা পর্ষদ (বাংলা একাডেমি) বরাদ্দের তালিকা প্রকাশ করে। ওই তালিকায় আদর্শ প্রকাশনীর নাম নেই।
গত ২ ফেব্রুয়ারি আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন স্টল বরাদ্দ দেওয়া হবে না সেই মর্মে রুল জারিসহ নির্দেশনা চেয়ে রিট করা হয়।
রিটে বাংলা একাডেমির মহাপরিচালক ও মেলার আয়োজকদের সভাপতিসহ চারজনকে বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হয়।
শুনানিতে তিনটি বই প্রদর্শন ও বিক্রি না করার বিষয়ে রিট আবেদনকারীকে অঙ্গীকারনামা দিতে বলেন আদালত। একই সঙ্গে আজ আদেশের জন্য দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
বুধবার ওই তিনটি বই মেলায় প্রদর্শন ও বিক্রি করা হবে না বলে অঙ্গীকারনামা দাখিলের পর হাইকোর্ট অবিলম্বে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে নির্দেশ দেন।
আদর্শ প্রকাশনীর যে তিনটি বই নিয়ে আপত্তি ওঠে সেগুলো হচ্ছে- ফাহাম আবদুস সালামের লেখা ‘মিডিয়োক্রিটির সন্ধানে’, জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ এবং ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা।’
(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এফএ)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

দুই মাসের জন্য পাসপোর্ট পেলেন সম্রাট, চিকিৎসার জন্য যেতে পারবেন বিদেশ

তারেক-জোবায়দার মামলার শুনানি: দ্বিতীয় দিনেও হট্টগোল আইনজীবীদের

ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত, ‘দানকর’ দিতে হবে ১২ কোটি

এনবিআরের দানকর দাবি চ্যালেঞ্জ করে ড. ইউনূসের মামলার রায় আজ

রাজনীতিবিদরা সম্পদের রক্ষক, ভক্ষক হতে পারেন না: হাইকোর্ট

আমান ও টুকুকে দুসপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতি মামলায় আমানের ১৩ বছর ও টুকুর ৯ বছর কারাদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

অভিযোগ গঠন বাতিলে খালেদা জিয়ার আবেদনের শুনানি পেছাতে আবেদন

আমান দম্পতি ও টুকুর দুর্নীতি মামলায় আপিলের রায় আজ
