বিবার্তা কার্যালয়ে ভাঙচুর: ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের নিন্দা

সরকার নিবন্ধিত অনলাইন পোর্টাল বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিসে ভাঙচুর ও চুরির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম।
শুক্রবার ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সভাপতি কাজী আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বিবার্তার অফিস ভাঙচুর ও চুরির ঘটনা গণমাধ্যমের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, রাজধানীর বাংলামোটরস্থ পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ভবনের ১১ তলায় বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিস। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিসে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় রমনা থানায় মামলা করতে গেলেও তা নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিবার্তা ও জাগরণ টিভি কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন