দিনাজপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চাঁদপুর মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।
ওমর ফারুক বিরামপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি আরো জানান, মরদেহের ময়নাতদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন