দিনাজপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩১
অ- অ+

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চাঁদপুর মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।

ওমর ফারুক বিরামপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ঘটনা নিশ্চিত করে বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর সরকারি কলেজে যান ফারুক। কলেজ থেকে ফেরার পথে পাম্প থেকে তেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় কলেজছাত্র ফারুক।

তিনি আরো জানান, মরদেহের ময়নাতদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা