সাতক্ষীরায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৪
অ- অ+

সাতক্ষীরার শ্যামনগরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলা সদরের বাদঘাটা গ্রামের নিজ বাড়ী থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

শিক্ষক লুৎফর রহমান শ্যামনগর উপজেলার ১৬ নং কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান এবং বাদঘাটা গ্রামের মৃত বেলায়েত আলী মোড়লের পুত্র।

থানা পুলিশ জানায়, শিক্ষক লুৎফর রহমান গৃহ শিক্ষক হিসেবে বিভিন্ন বাড়িতে পড়িয়ে থাকেন। স¤প্রতি শ্যামনগর সদরে এক শিক্ষার্থীর বাড়িতে পড়ানো কালীন সময়ে তাকে ধর্ষনের চেষ্টা করলে ছাত্রীর চিৎকারে তার মাতা ছুটে আসলে শিক্ষক তার ও জুতা সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীর পিতা বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। পরে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে শ্যামনগর থানার একটি মামলা দায়ের করেন। মামলায় সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল ধর্ষণ চেষ্টা মামলায় প্রধান শিক্ষক লুৎফর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা