খিলগাঁওয়ে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম বিক্রয়কারী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩০| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৮
অ- অ+

অবৈধভাবে নিবন্ধনকৃত সিমকার্ড বিক্রয়কারী একটি চক্রের হোতাকে আটক করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে বিপুল পরিমাণ সিমকার্ডসহ তাকে আটক করে র‌্যাব-৩। মঙ্গলবার সকালে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

আটককৃত ব্যক্তির নাম এসএম নয়ন। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার তেঁতুলবাড়িয়া গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।

র‌্যাবের ভাষ্য, সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খিলগাঁও থানার জোড়পুকুর খেলার মাঠ এলাকায় অভিযান চালায় র‌্যাব। আটক নয়ন তার অপরাধ স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিবন্ধনকৃত সিমকার্ড বিক্রি করে আসছেন। তিনি যেসব সিমকার্ড বিক্রি করে থাকেন সেগুলো আগে থেকেই অন্য কোনো ব্যক্তির নামে নিবন্ধন করা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ওই সিমকার্ড দেশের বিভিন্ন দুষ্কৃতকারী চক্র কিনে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আটক নয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যকে নিয়ে যা জানা গেল
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা